TROUBLESHOOT

খুজে নিন আপনার কম্পিউটার সংক্রান্ত সমস্যার সমাধান
What is troubleshooting?
Troubleshooting is a systematic logical process of solving problems by isolate the source of problem and fixes it quickly and efficiently
আমরা দৈনন্দিন প্রয়োজনে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামে কাজ করি। কম্পিউটারের মাধ্যমে এ কাজ সমূহ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং সমাধান করতে গিয়েও বিপাকে পড়ি। উদ্ভুত সমস্যা সমূহ থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা উত্তরণ ঘটাই তাই ট্রাবলসুটিং।
Computer-এ সাধারণত ৩টি মাধ্যম থেকে সমস্যার উদ্ভব হয়ে থাকে যেমন:
(i) Operating Systemসহ বিভিন্ন Application Software-এর থেকে।
(ii) বিভিন্ন ডিভাইস তথা Hardware থেকে।
(iii) বৈদ্যুতিক গোলযোগ থেকে।

কম্পিউটারের গতি কমেগেলে করণীয়ঃ
কম্পিউটারের গতি কমার কারণ সমূহ (causes of computer slowdown):
১. কম্পিউটারের যে ড্রাইভে OS দেয়া আছে তার Space কমে যাওয়া।
২. কমিপউটরের ৱ্যাম স্বল্পতা।
৩. কম্পিউটারে বিভিন্ন জাঙ্ক ফাইলের আধিক্য
৪, কম্পিউটারে ভাইরাসের আক্রমণ।
৫. কম্পিউটারে অপ্রয়োজনীয় Program ইন্সটল থাকা।
৬. কম্পিউটারের Startup-এ অপ্রয়োজনীয় Program থাকা।
7. কম্পিউটারের Hard disk-এ Bad sector থাকা।
8. Motherboard এর সাথে অন্যান্য হার্ডওয়ার Conflict করা।
৯. কম্পিউটারের পরিচালন ক্ষমতার অনুপযোগী কোন Program চালানো।
১০. কম্পিউটারে Desktop-এ অত্যাধিক ফাইল থাকা।

No comments:

Post a Comment

Thank u for your comments.